যতদিকে ঘুরেছি আমি, মিশেছি যত মানুষের সাথে।
বুঝতে পারিনি, মন বলে নাকি আজব কিছু আছে!
উপকার করতে যেয়ে, আচমকা পড়েছি কত সন্দেহে।
বনের মহিশ তাড়াবার, কার বা ইচ্ছে থাকে!
মানুষ দেখেছি এ বিশ্ব মাঝে, শত মানুষের ভীড়ে।
অনেকেই বদল যায়, ধুমুকেতুর শক্তিতে।
মানুষ আসলে ভালো মন্দ নয় সহজাত মানুষ,
অভিনয়ের দরকার কি, সাজগোঁজ, তোষামোদী
মুনুষের উপর বিশ্বাস আছে শুধু মানুষেরই।
যত নিয়ম, শৃঙ্খল জগত জুড়ে ফাঁদ পেতে,
কত কত পরিবর্তন করছে মানুষ,সময়ের প্রয়োজনে।
দুনিয়াজুড়ে প্রলোভনে মরছে মানুষ, গভীর হতাশা
মায়াজালে বন্দি হয়ে, অতৃপ্ত এ জীব বিশ্বপারে।
মনমাঝে শান্তি যেন, অধরাই থেকে যাবে।